শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল ম্যাচে যে ভুল করেছে সেজন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাসিম আশরাফ।
রোববার ইংল্যান্ডের লর্ডসে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪১ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড। নির্ধারিত সময়ে টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওবারে ইংল্যান্ডের করা ১৫ রান তাড়া করে ১৫ রানেই থেমে যায় নিউজিল্যান্ড। মূল ম্যাচে নিউজিল্যান্ডের চেয়ে ৮টি বাউন্ডারি বেশি হাঁকানোয় ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আইসিসি।
আইসিসির এই নিয়মের কঠোর সমালোচনা করে ডেইলি এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবির সাবেক চেয়ারম্যান নাসিম আশরাফ বলেন, বাউন্ডারির হিসাব করে কীভাবে একটা দলের হাতে শিরোপা তুলে দেয়া হয়? এটা তো স্কুল টুর্নামেন্ট নয়! উচিত ছিল শিরোপা যৌথভাবে দুই দলের হাতে তুলে দেয়া।
পিসিবির সাবেক চেয়ারম্যান আরো বলেন, আইসিসির উচিত যে ভুল তারা করেছে সেটা মেনে নেয়া। ক্রিকেটীয় স্বার্থে খেলুড়ে দেশগুলোর কাছে ক্ষমা চাওয়া।