শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। তিনি বর্তমানে বাংলাদেশের স্টার ক্রিকেটার। ব্যাটিংয়ে যেমন ঝড় তুলেন, উইকেটকিপিংয়েও তিনি পাখি উয়ে উড়েন। এদিকে ক্রিকেট, সংসার আর পড়াশোনা এক সঙ্গে চালিয়ে যাওয়া কোনো সহজ ব্যাপার নয়। কিন্তু টাইগারদের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক এবার পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ইতিহাস নিয়ে স্নাতোকত্তর করে এখন এমফিল (মাস্টার অব ফিলোসফি) করছেন মুশফিক। ইচ্ছা রয়েছে এরপর পিএইচডি করার। ইতিহাসের এই ছাত্র ক্রিকেট নিয়েই পড়াশোনা করতে চান। থাকতে চান বাইশ গজের ইতিহাসের সঙ্গেই।
মুশফিক জানান, তিনি ‘সাউথ এশিয়ান ক্রিকেট হিস্ট্রি’ নিয়ে পিএইচডি করতে ইচ্ছুক। এ বিষয়ে তিনি বলেন, ‘মাঠে ক্রিকেট খেলার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার। আশা করি এটা আমার পড়াশোনায় অনেকটা সাহায্য করবে। সেজন্যই এই বিষয়টা পছন্দ করেছি। সাধারণত দুই থেকে আড়াই বছর সময় লাগে থিসিস জমা দিতে। দেখি কী করতে পারি!’