শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে কোথাও ট্রফি আবার কোথাও প্রাইজ ম্যানি দেওয়া হয়। আবার কোনো কোনো খেলায় পুরস্কার হিসেবে কিছু দেওয়াও হয় না। তারপরও হাসিমুখে বাড়ি ফেরেন খেলোয়াড়রা। কিন্তু আফ্রিকার একটি দেশে ম্যাচ সেরা হলে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে জ্যান্ত মুরগি!
অন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পূর্ব আফ্রিকার মালাওয়াইতে ম্যাচ সেরা হওয়ার পর একটি মুরগি পেলেন এক ফুটবলার। মালাওয়াইয়ের ঘরোয়া ফুটবল লিগের একটি ম্যাচে বিজয়ী দলের হাসান কারোজোগকির হাতে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে জ্যান্ত বন মুরগি! সামাজাকি যোগাযোগমাধ্যমে সেই ছবি শেয়ার হওয়ার পর ওঠেছে হাসির রোল।
যদিও আফ্রিকান ফুটবলে এমন পুরস্কার দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ঘানাইয়ান লিগে ম্যাচ সেরার হাতে এক জোড়া স্যান্ডেল তুলে দেওয়ার মতো ঘটনা আছে। বতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পেয়েছিলেন মুদি দোকানের সামগ্রী। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফুটবল লিগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল পাঁচ জিবি ডেটা।