শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে বেশ ভালোই সেট হয়ে গেছেন সৌম্য সরকার। সাফল্য-ব্যর্থতার মিশেলে থিতু ওপেনিং জুটি পেয়েছে জাতীয় দল। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সৌম্যর দায়িত্ব ব্যাট হাতে তামিম ইকবালের সঙ্গে মিলে দলকে ঝোড়ো শুরু এনে দেওয়া কিংবা পরিস্থিতি বুঝে করবেন দেখেশুনে ব্যাটিং করা। এই দায়িত্বের বাইরে বাড়তি একটা দায়িত্বও এখন পালন করতে হচ্ছে তাকে।
হ্যাঁ, বিধ্বংসী ব্যাটসম্যান সৌম্য ইদানিং বল হাতেও নিয়মিত সাফল্য পাচ্ছেন। যে কারণে বোলার সৌম্যকেও পেতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমি তো চাই সে নিয়মিত বল করুক। ওর সে সামর্থ্য আছে। মাঝের ওভারে হোক বা শেষের দিকে, ও কিন্তু ভালো বল করে। এটা অধিনায়কের সিদ্ধান্ত। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যাতে ওকে কাজে লাগানো যায়, আমরা সেভাবেই ওকে তৈরি করছি।’
গত বিশ্বকাপে বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন সৌম্য। সেটাও আবার অস্ট্রেলিয়ার তিন ভয়ংকর ব্যাটসম্যানকে আউট করে। অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নারের ভয়ংকর ওপেনিং জুটি যখন কিছুতেই ভাঙা যাচ্ছিল না, তখন সৌম্যর হাতেই বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। একে একে তিনি শিকার করেন ডেডিভ ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা। ৫৩ রানে ৩ উইকেট নিয়ে অজিদের রান উৎসবে লাগাম দিয়েছিলেন সৌম্য। কাল থেকে শুরু হতে চাওয়া ওয়ানডে সিরিজে এই অল-রাউন্ডার সৌম্যকেই দেখতে চায় বাংলাদেশ দল।