শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় দলের কোচ স্টিভ রোডস বিদায়ের পরোক্ষণে প্রাথমিকভাবে জানা যায়, বিশ্বকাপের ব্যর্থতার দায়ে সমঝোতার ভিত্তিতে সরানো হয়েছে তাকে। তবে কিছুদিন পরই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি ইংলিশ কোচের বিদায়ের পেছনে সুনির্দিষ্ট বেশ কিছু কারণ দাঁড় করিয়েছেন।
কোচ স্টিভ রোডসের বিপক্ষে আনীত অভিযোগের প্রথমটি হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে হুটহাট একাদশ পরিবর্তন। কারণ, সরফরাজের দলের বিপক্ষে লড়াইয়ের আগে মাশরাফি-মুশফিককে ছাড়াই ১১ জনের দল সাজিয়েছিল বিসিবি। কিন্তু বিসিবি’র শীর্ষ কর্তাদের সেই পরিকল্পনা ম্যাচের দিন ভেস্তে যায়। ম্যাচের সময় ঠিকই অধিনায়ক হিসেবে টস করতে নামেন ক্যাপ্টেন মাশরাফি। শুধু তাই নয়। ইনজুরি থাকা মুশফিককে মাঠে নামতে দেখে সবাই চমকে যায়। আর এ নিয়ে কিছুটা নাখোশ বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। কারণ কাজগুলো হয়েছে মাশরাফি-পাপন এবং কোচের সমঝোতায়।
এছাড়াও আফগানিস্তানকে হারিয়ে বার্মিংহ্যামে পৌঁছানোর পর পুরো দলকে বিশ্বকাপের মাঝেই পাঁচদিনের ছুটি দিয়েছিলেন কোচ। যা মোটেও পছন্দ হয়নি বিসিবির। এর মধ্যে হেড কোচ স্টিভ রোডসের এই ‘কোচিং পদ্ধতিই’ বিসিবির পছন্দ হয়নি। তাই ছাঁটাই। যে ছাঁটাইয়ের শুদ্ধাচার ভঙ্গিতে একটা নাম দেয়া হচ্ছে, ‘পারস্পারিক সমঝোতায় চাকরি সমাপ্ত!’