বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
প্রিটোরিয়াতে দ্বিতীয় ওয়ানডে জিতে ৩ ওয়ানডের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ ইমার্জিং ইলেভেন নামের দক্ষিণ আফ্রিকা সফররত মহিলা দলের বেশির ভাগ ক্রিকেটারই আসলে জাতীয় দলের সদস্য। তাঁদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার উদীয়মান মহিলা ক্রিকেটাররা। ৩ ওয়ানডের সিরিজের শেষ ম্যাচে ৩২ বল বাকি থাকতেই ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে নিগার সুলতানার দল। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা।
গতকাল রবিবার প্রিটোরিয়ার গ্রোয়েঙ্কলুপ ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বল করে বাংলাদেশের উদীয়মান মহিলা ক্রিকেটাররা। তবে প্রোটিয়াদের উদীয়মান মহিলা দলকে ৭ উইকেটে ১৭৬ রানের বেশি করতে দেননি বাংলাদেশের মেয়েরা। ফাহিমা ৩টি ও খাদিজা নেন ২ উইকেট।
জবাবে শারমিন আখতারের অপরাজিত ৭০ রানের সঙ্গে মুরশিদা খাতুনের ৩১ রান ও নিগার সুলতানার অপরাজিত ২৭ রানে ভর করে ৪৪.৪ ওভারেই ১৭৭ রান করে জয় আদায় করে নেয় বাংলাদেশের উদীয়মান মহিলা ক্রিকেটাররা। বাংলাদেশ দলে একজন মাত্র ব্যাটার আউট হয়েছেন, সেই মুরশিদা খাতুনও হয়েছেন রান আউটে। তাই প্রোটিয়া মহিলাদের কেউই হতে পারেননি উইকেট শিকারি। ম্যাচ সেরা শারমিন আখতার।