সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী
র‌্যাবের অভিযানে উগ্রবাদী ভিডিও নির্মাণ ও ডাবিং/শ্যুটিং দলের ২ সদস্য গ্রেফতার

র‌্যাবের অভিযানে উগ্রবাদী ভিডিও নির্মাণ ও ডাবিং/শ্যুটিং দলের ২ সদস্য গ্রেফতার

ভিশন বাংলা ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের সক্রিয় সদস্যরা দেশের বিভিন্ন স্থান হতে তাদের সহযোগী সদস্যদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী ও জিহাদী বই, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার নামে যুদ্ধকবলিত দেশের যুদ্ধের ভিডিও প্রচার, সমরাস্ত্র ট্রেনিং ম্যানুয়াল ও প্রচার পত্র নিজেদের দখলে রেখে ও প্রচার করে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার নামে দি রিলিজ নামীয় ছবির তরবারী যুদ্ধের চুম্বকাংশ বাংলায় ডাবিং/নতুন করে কন্ঠ জুড়ে শ্যুটিং করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের মাধ্যমে জিহাদে উদ্ভুদ্ধ করার অপচেষ্টার মাধ্যমে যুবক-যুবতীদের জঙ্গী সংগঠনে ভিড়ানোর লক্ষ্যে “দি রিলিজ” নামীয় ছবির বাংলা ডাবিং করার নামে দেশের বিভিন্ন স্থানে হামলা/নাশকতার সংঘটনের লক্ষ্যে নারী ও পুরুষ সদস্য সংগ্রহ করে আসছে। জঙ্গী সংগঠনের সদস্যদের মুল লক্ষ্য হলো ধর্মীয় উগ্রবাদী মনোভাব সম্পন্ন যুবক যুবতীদের “দি রিলিজ” নামীয় বিদেশী ভাষার ছবির তরবারী যুদ্ধের চুম্বকাংশ বাংলায় ডাবিং/নতুন করে কন্ঠ জুড়ে, যুবতীদের যুদ্বরত সৈনিকদের সেবা শুশ্রুষার জন্য নিয়োজিত করার অভিনয় করে, কন্ঠ দিয়ে তাদের উগ্রবাদী আচরণ সম্পর্কে ধারণা দিয়ে ধীরে ধীরে জঙ্গী সংগঠনের সদস্য নিয়োজিত করা এবং বাছাইরা সদস্যদের দলের সদস্য হিসেবে নিয়োজিত করা। ডাবিংকৃত ভিডিও ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ধর্মীয় উগ্রবাদ ছড়ানো ও দলে সদস্য হিসেবে অন্তর্ভূক্তি তাদের দলের লক্ষ্য।

২। আসামীরা নারী পুরুষ নির্বিশেষে তাদের মতাদর্শে বিশ^াসী সদস্যদের নিয়ে ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম এর লক্ষ্যে নারী সদস্যদের তাদের যুদ্বরত সহযোগীদের সেবা শুশ্রুষার জন্য নিয়োজিত করার অভিনয় করিয়ে, কন্ঠ দিয়ে তাদের উগ্রবাদী আচরণে উদ্ভুদ্ধ করে ধীরে ধীরে জঙ্গী সংগঠনের সদস্য এবং বাছাইরা সদস্যদের দলে সংযুক্ত করত। জিহাদের জন্য বিভিন্ন উগ্র জঙ্গীবাদী বই, লিফলেট, ভিডিও সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক/মেসেঞ্জার/ইমো/টেলিগ্রাম মাধ্যমে প্রেরণ করে, মোবাইল ফোনে নিজেদের মধ্যে কথোপকথন দ্বারা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এপস যেমনঃ হোয়াটস এপ, ইমো, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম এর ভয়েস কল দ্বারা এক অপরের মধ্যে কথোপকথন মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে উগ্র ধর্মীয় জঙ্গীবাদে উদ্ভুদ্ধ করে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম নামীয় জঙ্গী সংগঠনে অন্তর্ভূক্ত করে তাদের দিয়ে হামলা ও নাশকতায় অংশগ্রহণের জন্য প্ররোচিত করে আসছে।

৩।     গত ১০ জুলাই, ২০১৯ খৃঃ উক্ত ঘটনার সাথে জড়িত আসামী জান্নাতুল নাঈমা, সাইফা আক্তার তানজি ও আফজাল হোসেন নামীয় আসামীদের গ্রেফতার করতঃ চট্টগ্রাম বন্দর থানায় সোপর্দ করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/৮/৯/১০ ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে আলেমা আক্তার স্বপ্না @ উম্মে ইউসা @ উম্মে ইয়াসিন নামীয় আসামীকে গত ১২/০৭/২০১৯ খৃঃ লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মধ্য করপাড়া সাকিন হতে গ্রেফতার করে কাইন্টার টেরোরিজম ইউনিট, সিএমপি, চট্টগ্রামের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

৪।    উক্ত ঘটনায় জড়িত নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোপণ সংবাদের ভিত্তিতে ৩১/০৭/২০১৯ খৃঃ ০০.৩০ ঘটিকায় সায়েদাবাদস্থ হুজুর বাড়ীর গেট সংলগ্ন জনপথ নামীয় রাস্তার পূর্ব পাশের বাস কাউন্টার এ অভিযান পরিচালনা করে এজাহার নামীয় পলাতক আসামী মীর ইব্রাহিম (২৫), পিতা-আলমগীর হোসেন, সাং-নুরপুর, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর এবং ৮নং পলাতক আসামী মোঃ হেমায়েত উদ্দিন (২২), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম কাচিয়া মোড়া, পোঃ সিরাজদিখান, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জদ্বয়কে ২২ সেট ধর্মীয় উগ্রবাদী বই ও মোবাইলে পিডিএফ বই ও ভিডিও ও “দি রিলিজ” নামীয় ডাবিং চলাকালে গৃহিত ছবি ও উগ্রবাদী ভিডিও আলামত হিসেবে উদ্ধার করা হয়।

৫।     ধৃত আসামীদের বিরুদ্ধে পূর্বে রুজুকৃত সিএমপি চট্টগ্রামের বন্দর থানার মামলা নং-১২, তারিখঃ ১০/০৭/২০১৯ ইং ধারাঃ-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/৮/৯/১০ মামলায় গ্রেফতার দেখানোর নিমিত্তে কাউন্টার টেরোরিজম ইউনিট, সিএমপি, চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হবে।

৬।    উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com