সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলাধীন ‘বাসুুদিয়া নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’র বহুল আলোচিত বর্তমান কমিটির সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে গর্ভানিং বডির অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন, মোঃ মুরাদ হোসেন, আঃ রহিম একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে অত্র মাদ্রাসায় অধ্যক্ষ ও সভাপতির দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দাতা সদস্যদের দেওয়া অর্থ আত্মসাৎ, মনগড়াভাবে মাদ্রাসা পরিচালনা ও নারী নিয়ে নানা অপকর্মসহ মাদ্রাসাটি পুঁজি করে নানা প্রকার ব্যবসা, নিজ নামে ব্যাংক এ লেনদেন, মাদ্রাসাকে হজ¦ এজেন্সির অফিস বানানোসহ নানা অনিয়মের বিষয় অভিযোগ করেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোড কতৃর্ক লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রেরনের জন্য দ্বায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে প্রতিবেদন প্রেরন করেন। প্রতিবেদনে তদন্তকারী কর্মকতা বর্তমান অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হয়েছে মর্মে মতামত দেন। উক্ত প্রতিবেদন দেখে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় ও অভিভাবক সদস্যদের মধ্যে এই দুর্নীতিবাজ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতির পদ বাতিল ও বর্তমানে (হজ্ব এজেন্সটার হিসাবে সৌদি আরব এ কর্মরত) অধ্যক্ষ মাওলানা মোতাহার হোসেন শিকদারের এম, পি,ও, বাতিল এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা সিদ্ধান্ত হওয়ায় স্বস্তিবোধ ফিরে এসেছে। উল্ল্যেখ যে, এতিমদের লুট হওয়া অর্থ ফেরৎ প্রদান ও এসব দুর্নীতিবাজদেও বিরুদ্ধে কঠোর শাস্তি’র দাবী জানিয়েছেন স্থানীয় জনগণ।