বুধবার, ০৯ Jul ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: ভক্তদের বড় ধরণের সুখবর দিলেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। শনিবার রাত সাতটা পাঁচ মিনিটে নিজের ফেসবুক পেজে সুখবরটি দেন জাতীয় দলের এই পেসার। হ্যাঁ, ঠিক ধরেছেন বিয়ের প্রায় তিন বছর পর বাবা হতে চলেছেন বাংলাদেশ রুবেল।
স্ত্রী ও নিজের অনাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই গতি তারকা। ফেসবুকে রুবেল হোসেন লেখেন, আলহামদুলিল্লাহ্। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।
সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।
এর আগে, ২০১৬ সালে অনেকটা নীরবে নিভৃতেই বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন রুবেল হোসেন।