মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে আইএনএফ চুক্তি বাতিলের পর যুক্তরাষ্ট্র উচ্চগতি ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী বিষয়ক সচিব।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম ওই শীর্ষ কর্মকর্তা বলেন, রাশিয়ার সাথে স্বাক্ষরিত ওই চুক্তি বাতিলের পর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
গেল ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান নিকোলাস দ্বীপে আই.এন.এফ চুক্তিতে নিষিদ্ধ ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষার পর এ কথা জানালো পেন্টাগন।
গত ২ আগস্ট পরমাণু অস্ত্র সীমিত করতে ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে সাক্ষরিত আই.এন.এফ চুক্তি বাতিল করে ট্রাম্প প্রশাসন। স্নায়ুযুদ্ধের সময় সই হওয়া চুক্তি অনুযায়ী ৫শ’ কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি নিষিদ্ধ থাকলেও চুক্তি বাতিলের পর একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আবারো অস্ত্র প্রতিযোগিতা শুরু হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।