বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: মৌসুমের শুরুতে ধাক্কা খেতে হয় তুরিনের বুড়িদের। ম্যাচ শুরুর আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হোন তুরিনের নতুন কোচ মাউরিসিও সারি। শেষ পযর্ন্ত অসুস্থ কোচের মুখে জুভরা হাসি এনে দিলেন জয় দিয়ে। জর্জো কিয়েল্লিনির একমাত্র গোলে পার্মাকে হারিয়েছে তুরিনের দলটি।
ইতালির শীর্ষ লিগের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে শনিবার প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন কিয়েল্লিনি।
পার্মার বিপক্ষে ম্যাচে জুভেন্টাসের একাদশে ছিলেন না পাওলো দিবালা। তবে ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েন ও ডগলাস কস্তাকে নিয়ে সাজানো আক্রমণভাগ ম্যাচের শুরু থেকে ঝড় তুলতে থাকে স্বাগতিকদের শিবিরে।
৩৪তম মিনিটে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন গত আসরের সেরা খেলোয়াড় রোনালদো। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
বাকি সময়ে আর কেউ তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সফলতম দলটি।