বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ সফরকে সামনে রেখে আফগানিস্তান জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প চলছে আবুধাবিতে। মূলত এই দেশের গরমের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতেই দেশটির ক্রিকেট বোর্ডের এমন অভিনব উদ্যোগ।
আবুধাবিতে অনুশীলন চলাকালীন রোববার বাংলাদেশ সফর এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন আফগান অধিনায়ক রশিদ খান। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘ফলাফল নিয়ে আমরা ভাবছি না। দল হিসাবে আমরা শতভাগ দিতে প্রস্তুত। মোদ্দাকথা হচ্ছে, শক্তিশালী দল নিয়েই আমরা বাংলাদেশ সফরে যাচ্ছি। তাছাড়া আমাদের টিমটি অভিজ্ঞ এবং তরুণ মেধাবীদের সমন্বয়ে গড়া।’
এছাড়াও রশিদ বলেন, ‘সম্প্রতি ইব্রাহিম জাদরান বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন। সে অদূর ভবিষ্যতেও ভালো করবে। এছাড়া মাঠে আমাকে সাহায্য করার মতো অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন।’
নিজের অধিনায়কত্ব নিয়ে সবশেষে তিনি বলেন, ‘অধিনায়কত্ব মোটেও সহজ বিষয় নয়। তবে আমি ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি এবং তা উপভোগ করছি।’