সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: কাল চ্যাম্পিয়নস লিগ ড্র উপলক্ষে মোনাকোয় ছিলেন ইউরোপীয় ক্লাবগুলোর সব শীর্ষ কর্মকর্তা। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এবং প্যারিস সেন্ত জার্মেই মালিক নাসের আল খেলাইফি এই সুযোগেই বসেছিলেন নেইমারের দলবদলসংক্রান্ত আলোচনায়। স্কাই ইতালিয়ার খবর, অবশেষে দুই পক্ষ সমঝোতায়ও পৌঁছেছে নেইমারের বার্সায় ফেরার ব্যাপারে। যে সূত্র ধরে কাল ইউরোপের অন্য সংবাদমাধ্যমগুলোও এই খবর প্রকাশ করেছে। এর আগে জানা গিয়েছিল ১৫০ মিলিয়ন ইউরোর সঙ্গে ইভান রাকিতিচ ও ওসমান দেম্বেলেকে ধারে দেওয়ার প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত সমঝোতা হয়েছে কিভাবে তার বিস্তারিত অবশ্য জানা যায়নি। দুই বছর আগে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। পিএসজি বিক্রিতেও তেমন অঙ্কই চাইছিল। আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদও। কিন্তু ব্রাজিলিয়ান তারকা সাফ জানিয়ে দেন, ফিরলে তিনি বার্সাতেই ফিরবেন। মেইলঅনলাইন