সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলায় নেমে বৃষ্টি যেন আফগানদের সবচেয়ে বড় হতাশার কারণ ছিল। ১৩ বল খেলতে না খেলতে আবারও বাধা দিয়েছে বৃষ্টি। তবে বৃষ্টির বাধা কাটিয়ে খেলা আবারও শুরু হয়েছে। ১৯ ওভার টিকে থাকার পরীক্ষাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
সারা সকাল বৃষ্টি হওয়ার পর বেলা ১টায় খেলা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। খেলা আবারও শুরু হওয়ার খবরে আফগানদের যে চেয়ে বেশি আনন্দিত কারো হবার কথা নয়। শেষ বিকেলে মাত্র এক ঘণ্টা ২০ মিনিটের জন্য খেলার সুযোগ করে দিলো বৃষ্টি। খেলা হবে কেবল ১৮.৩ ওভার। হাতে ৪ উইকেট। সাকিব আল হাসান এবং সৌম্য সরকার। টাইগার ভক্তরা ভেবেছিল অনায়াসেই হয়তো এই কয়টা ওভার কাটিয়ে দিতে পারবেন সাকিব-সৌম্য।
কিন্তু পারলেন না কেউই। মাত্র ১০ মিনিট টিকতে পারলেই ম্যাচ ড্র হতো। কিংবা আর মাত্র ৩ ওভারেরও কম। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা পারলেন না। ২২৪ রানের বিশাল পরাজয়ের লজ্জাই বরণ করতে হলো টাইগারদের। বাংলাদেশে এসে স্মরণীয় এক জয় নিয়েই মাঠ ছাড়লো আফগানিস্তান।