শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

মোংলায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধে অবহিত করণ সভা

মোংলায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধে অবহিত করণ সভা

মোংলা প্রতিনিধি: মোংলা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধে এক অবহীত করন সভা অনুষ্ঠিত হয়েছে। (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র যৌথ আয়োজনে উপজেলার প্রসাশনের সহযোগিতায় সকল মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্কুল, কলেজ ভিত্তিক যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির প্রধানদের অংশগ্রহনে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রজেক্ট অফিসার আইরিন বিশ্বাসের সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্পের ব্যবস্থাপক মাসুদুর রহমান, এ্যাডভোকেসী ও ট্রেনিং অফিসার ষ্টিফেন বিশ্বাস, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনীন্দ্র নাথ হালদার, টি.এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ খান, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার, মোংলা সরকারি কলেজের অধ্যাপক কুবের চন্দ্র বিশ্বাস, ছবেদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ, আমড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব কুমার পাল, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকন উদ্দিন, মোহসিনিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম মোস্তফা, মোংলা সরকারি কলেজের অধ্যাপক সাহারা খাতুন, কোরবান আলী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা, ডক শ্রমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা প্রতিমা হালদার, সামাজিক সংগঠন তারুণ্য মোংলা’র সভাপতি ও মোংলা সাহিত্য পরিষদের আহবায়ক মনির হোসেনসহ মোট ৯০ জন শিক্ষক অবহিত করণ সভায় অংশ গ্রহন করেন। সভায় সার্বিক সহযোগিতা করেছেন ওয়ার্ল্ড ভিশনের মাঠ কর্মকর্তা প্রদীপ মজুমদার, মারিনো বাড়ই, তানিয়া খাতুন ও রাজকুমার সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com