বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

পাকিস্তান-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আজ

পাকিস্তান-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আজ

ক্রীড়া ডেস্কঃ বৃষ্টির কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কা মধ্যকার প্রথম ওয়ানডে বাতিল হয়। আজ সোমবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। বিকেল ৪টায় করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিকে ম্যাচের আগে মাঠের লড়াইয়ে নামতে পাকিস্তান মুখিয়ে আছে বলে জানালেন পাকিস্তানের সহ-অধিনায়ক বাবর আজম।

তিনি বলেন,‘আমরা খেলার জন্য মুখিয়ে আছি। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে বাতিল হলো। দ্বিতীয় ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে। আশা করি, কাল মাঠে নামতে পারব।

অপরদিকে শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো বলেন, ‘আমরা খেলা নিয়েই বেশি চিন্তা করছি। অন্য কোনো চিন্তা আমাদের মধ্যে নেই। আমাদের কাজ মাঠে খেলা এবং ভালো পারফরম্যান্স করা। তবে বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি না হওয়ায় আমরা হতাশ। কিন্তু প্রকৃতির ওপর তো কিছুই করার নেই। আশা করি, দ্বিতীয় ওয়ানডে খেলতে পারব।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com