বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘কবিতায় বঙ্গবন্ধু: জন্মশতবর্ষে আবৃত্তির ১০০ কবিতা’ শীর্ষক সংকলনগ্রন্থ প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ বই নিয়ে মনোজ্ঞ আড্ডা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
পাক্ষিক এ সাহিত্য আড্ডার আয়োজক শ্রাবণ বইগাড়ি। সহযোগিতায় ছিলো ঢাকা ইনিশিয়েটিভ। প্রাণবন্ত এ আড্ডার মিডিয়া পার্টনার কালের কণ্ঠ। আজ ছিল বইআড্ডার তৃতীয় আসর। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা রুহুল আহমেদ বাবু, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বইটির সম্পাদক নাজমুল আহসান। বইআড্ডা শেষে দেশের প্রায় ৬০ জন নবীন-প্রবীন আবৃত্তিশিল্পীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
ডাঃ মোঃ মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের জন্ম দিয়েছেন। তাঁর দর্শন, চেতনা ও মূলমন্ত্র আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন বিশ্বের বুকে স্বনির্ভরশীল ও আন্তনির্ভরশীল বাংলাদেশ। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আলোর মশাল হয়ে পথ দেখাবে।
স্বাগত বক্তব্যে শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান বলেন, গত ২০ বছর ধরে নানা বৈচিত্রময় প্রকাশ করছে শ্রাবণ প্রকাশনী। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের রয়েছে নানা গুরুত্বপূর্ণ প্রকাশনা। আমাদের নিজের প্রকাশনা ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নানা গুরুত্বপূর্ণ বই নিয়ে আমরা ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছি। পাশপাশি বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের আড্ডারও আয়োজন করেছি।