রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছাল

সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছাল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আগামীকাল সোমবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও পেছানো হয়েছে। সোমবারের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর বুধবার এবং জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘উপকূলীয় এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সাইক্লোন শেল্টার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি অনেকে সেখানে উঠেও গেছেন। এ জন্যই আগামী সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সোমবার জেএসসির বিজ্ঞান এবং জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে গতকালের জেএসসি ও জেডিসির পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত হওয়া শনিবারের জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর মঙ্গলবার এবং জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর বৃহস্পতিবার হবে।

১৪ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ঘূর্ণিঝড়ের আঘাত মোকাবেলায় উপকূলীয় ১৪ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ ও ১২ নভেম্বর শিক্ষাকার্যক্রম তথা পাঠদান বন্ধ থাকবে। তবে প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এবং ঘূর্ণিঝড়ের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com