সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ফওজিয়া ইয়াসমিন শিবলীর স্মরণে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে‘ফওজিয়া ইয়াসমিন শিবলী স্মৃতি পদ’ প্রদান করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছর একজনকে এ পদক প্রদান করা হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাইজার আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ডিসেম্বরের প্রথম শুক্রবারকে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার দিবস’হিসেবে উদযাপন করা হবে। এ উপলক্ষে একটি নাটক অথবা সাংস্কৃতিক প্রযোজনার আয়োজন করবে জাহাঙ্গীরনগর থিয়েটার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক আহমেদ, সুভাশিষ ভৌমিক, শহীদুজ্জামান সেলিম, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভিন জলি, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।
এর আগে ‘উৎসের টানে’ শিরোনামে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মানে ও সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠান করে জাহাঙ্গীরনগর থিয়েটার।
‘স্মরি তাদের যাদের শ্রম ও ঘামে আজ মোরা ঋদ্ধ’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।