শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

নজরুল বিষয়ক প্রবন্ধ সংকলন ‘নজরুল মানসলোক’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নজরুল বিষয়ক প্রবন্ধ সংকলন ‘নজরুল মানসলোক’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ভিশন বাংলা ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ কর্তৃক প্রকাশিত নজরুল জয়ন্তী সেমিনারে উপস্থাপিত নজরুল বিষয়ক প্রবন্ধ সংকলন ‘নজরুল মানসলোক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থটির উপদেষ্টা সম্পাদক এ এইচ এম মোস্তাফিজুর রহমান, সম্পাদক মো. সাহাবউদ্দিন ও রাশেদুল আনাম। গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী রাশেদ সুখন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান রাশেদ সুখন, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর উপ-পরিচালক রাশেদুল আনাম প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com