শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৫ জানুয়ারি ঢাকায় শুরু হবে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২০’।
আজ শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে বুরুন্ডি, মরিশাস ও শিসেলস।
গোল্ডকাপে অংশ নিতে যাওয়া ছয় দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে ফিলিস্তিন। তারা রয়েছে ১০৬-এ। এরপর রয়েছে বুরুন্ডি (১৫১) ও মরিশাস (১৭২)। বাংলাদেশের অবস্থান ১৮৭তম। শিসেলস রয়েছে বরাবর ২০০তম স্থানে। শ্রীলঙ্কা রয়েছে সবার নিচে (২০৫)। প্রতি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল।
জমকালো ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ড. কামাল আবু নাছের চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টস এর সিইও ফাহাদ এম করিম, ফিফা কাউন্সিল মেম্বার মিস মাহফুজা আক্তার কিরণ।
ড্র’তে র্যাংকিংয়ের ভিত্তিতে ৬ দলকে রাখা হয়েছিল ৩টি পটে। সেখান থেকেই লটারির মাধ্যমে নির্বাচন করা হয় দুই গ্রুপের প্রতিদ্বন্দ্বী দলকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৫ জানুয়ারি শুরু হয়ে এ টুর্নামেন্ট শেষ হবে ২৫ শে জানুয়ারি।