শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
উইকেট নেওয়ার পর বিভিন্নরকম অঙ্গভঙ্গি করে উদযাপন করেন বোলাররা। কিন্তু পাকিস্তানের পেসার হারিস রউফ বিগ ব্যাশে খেলতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, যেটা পরিচিতি পেয়েছে ‘গলাকাটা সেলিব্রেশন’ হিসেবে। হারিস রউফ নামের উইকেট পাওয়ার পর উগ্র সেলিব্রেশনে মাতেন। গলা কেটে দেওয়ার মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। তার সেই অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল হতেই ক্রিকেট বিশ্বে তার স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠেছে।
বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স এর হয়ে খেলেন হারিস রউফ। চলতি আসরে দুর্দান্ত পারফর্মেন্স করে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি হয়তো পাকিস্তানের জাতীয় দলে ডাক পাবেন তিনি। তবে মাঠে তার আচরণ আপাতত প্রশ্নের মুখে। উইকেট শিকারের পর বোলাররা অনেক সময় আবেগ ধরে রাখতে পারেন না। কেউ কেউ ব্যাটসম্যানকে উগ্র অঙ্গভঙ্গি করে বসেন। তবে হারিস বাড়াবাড়ি করে ফেলেছিলেন।সিডনি থান্ডার্সের বিপক্ষে উইকেট পাওয়ার পর কুৎসিৎ অঙ্গভঙ্গি করেন তিনি। যা অনেকটা মানুষের গলা কেটে নেওয়ার মতো ইঙ্গিত!
ওই ম্যাচে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে তিনটি উইকেট নেন হারিস। তার দাপটেই নির্ধারিত ২০ ওভারে সিডনিকে ১৪২ রানে আটকে দেয় মেলবোর্ন। ম্যাচও জিতে নেয় হারিসের দল। কিন্তু হারিসকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। কেউ বলছেন, ‘এটা আইএস জঙ্গিদের মতো আচরণ’। অনেকে আবার বলেছেন, ‘প্রতিবার উইকেট পাওয়ার পরই এমন উগ্র সেলিব্রেশনে মাতেন হারিস। তবুও কেন আইসিসি তার দিকে নজর দেয় না?’ তবে যাকে নিয়ে এত সমালোচনা, সেই হারিস মুখ বন্ধ করেই রেখেছেন। তার দলের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।