সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শীতার্তদের পাশে চলচ্চিত্রের শিল্পীরা

শীতার্তদের পাশে চলচ্চিত্রের শিল্পীরা

চরম দুর্ভোগে পড়েছে পথ শিশু, সমাজের নিম্নশ্রেণির অসহায় গরিব মানুষগুলোর পাশে দাঁড়ালেন চলচ্চিত্রের শিল্পীরা। গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর বেশ কিছু স্থানে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এ আয়োজনের নেতৃত্ব দেন এর সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ‘আমরা রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেছি, কারা শীতে কষ্ট পাচ্ছেন। আমরা তাদেরকেই কম্বল দিয়েছি। বেশিরভাগ সময়ই ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছি। দিনের বেলায় এ কাজটি করলে, যাদের প্রয়োজন না তারাও হাজির হতেন। তাই আমরা রাতের সময়টাকেই বেছে নিয়েছি।’

জানা গেছে, রাজধানীর খিলগাঁও, মগবাজার, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর শাহ আলী মাজার রোডে কম্বল বিতরণ করেছেন চলচ্চিত্রের শিল্পীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com