শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুই এবং জিম্বাবুয়ের বিপক্ষে এক-সামনের এই তিন টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করছে বিসিবি। এই তিন টেস্টের দলে অনেকেই আছেন। তবে থাকছেন না একজন-মুস্তাফিজুর রহমান। কারণ আর কিছু নয়-বড় দৈর্ঘ্যের ম্যাচে মুস্তাফিজুর রহমানের ফর্মটাই তার সবচেয়ে বড় শত্রু!
বাংলাদেশ তাদের সর্বশেষ টেস্ট সিরিজ খেলে গত বছরের নভেম্বরে। দুই টেস্টের সেই সিরিজে মুস্তাফিজুরের নাম ছিল। কিন্তু ইন্দোর ও কলকাতায় টেস্টের একাদশে তার জায়গাই হয়নি। আর এবার মূল টেস্ট দল থেকেই বাদ পড়লেন তিনি।
বঙ্গবন্ধু বিপিএলে মুস্তাফিজ ভালো পারফরম্যান্স দেখালেও পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে তিনি ছিলেন ব্যর্থ। দুই ম্যাচে ৬৯ রান খরচা করেন। শিকার মাত্র ১টি উইকেট।
চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন মুস্তাফিজ। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও তার সময়টা বাজে কাটছে। ম্যাচের দ্বিতীয় দিন শেষে মুস্তাফিজের পারফরম্যান্সের কোটা শূন্য। ১৮ ওভারে খরচা গুনেছেন ৮৭ রান। কোনো সাফল্য নেই। জাতীয় দলের নির্বাচকরা মাঠে বসে এই ম্যাচ দেখেন। কিন্তু মুস্তাফিজ টেস্ট দলে নিজের স্থান ধরে রাখার মতো কোনোকিছুই যে করে দেখাতে পারেননি।
জাতীয় দলের একজন নির্বাচক বার্তা২৪.কম-কে জানান-‘লাল বলের খেলার ধরনটা একটু আলাদা। এখানে মনোসংযোগ একবার সরে গেলে তা ফিরে পাওয়া কঠিন। মুস্তাফিজ এখন সেই সমস্যায় ভুগছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত তিন ফরমেটের ক্রিকেটের মধ্যে সবচেয়ে কম খেলেছেন টেস্ট ক্রিকেট। ১৩টি টেস্ট ম্যাচে তার উইকেট শিকার মাত্র ২৮টি। ৫৬টি ওয়ানডে ম্যাচে সাফল্য তার ১০৭টি উইকেট। আর ৩৯টি টি-টোয়েন্টিতে মুস্তাফিজের উইকেট ৫৩।