শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: আমি ইশকুলকে নাইনে পড়াই। লাইন[প্রেম!] করার চেষ্টা বলে, ‘চালিয়ে যাও’―… চালাতে গিয়ে বন্ধুকে দাঁড় করিয়ে তার সাইকেল, সাইকেল-আরোহণ, লক্ষ্য রিকশা, রিকশার মেয়েটা, মেয়েটার ইশকুল…
‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’―মারজুক রাসেলের দ্বিতীয় কবিতার বই। দ্বিতীয় প্রকাশ করেছিল হাওলাদার প্রকাশনী। এবারও তারাই বইটি মেলা নিয়ে এসেছে। যদিও শুক্রবার মেলায় আসার কথা ছিল কিন্তু একদিন আগেই দেখা গেল হাওলাদার প্রকাশনীর স্টলে।
যাঁরা দীর্ঘদিন ধরে আমার এই বইটার ব্যাপারে আগ্রহী, তারা মেলায় গেলে খোঁজ নিতে পারেন হাওলাদার প্রকাশনীর ৪৯৩,৪৯৪,৪৯৫ নাম্বার স্টলে― যে স্টলের ভিত্রে/বাইরে আমিও মাঝেমধ্যে থাকবো;― আপনাদের বইমেলায় আসা ও আমার উপস্থিত থাকায় মিলেমিশে গেলে দেখা হবে,কথা হবে…
‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’ পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের হাওলাদার প্রকাশনীর ৫৯৩,৫৯৪,৫৯৫ স্টলে।