মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল
বন্ধুর আইডি হ্যাক করে করোনার গুজব ছড়িয়ে যুবক গ্রেপ্তার

বন্ধুর আইডি হ্যাক করে করোনার গুজব ছড়িয়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: বন্ধুকে ফাঁসিয়ে দিয়ে প্রতিশোধ নিতে মো. নাইমুর রহমান নাইম (১৯) নামের এক যুবক গুজব ছড়ানোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। বন্ধুর ফেসবুক আইডির পাসওয়ার্ড হ্যাকড করে নিজেই করোনায় ২৭ জনের মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন। এ ছাড়া তিনি নিজেই তার বন্ধু ফেসবুকে গুজব ছড়াচ্ছে বলে পুলিশকে জানান।

কিন্তু শেষ রক্ষা হয়নি তার। তাকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা। তার বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আইডির আসল মালিকের সঙ্গে একসময় নাইমের বন্ধুত্ব ছিল। পরে তাদের মধ্যে ঝগড়ার পর শত্রুতা শুরু হয়। এর পর থেকেই প্রতিশোধের সুযোগ খুঁজছিলেন নাইম। গত ২৩ মার্চ তিনি বন্ধুর আইডি হ্যাক করে ২৯ মার্চ পরিস্থিতির সুযোগ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর গুজব ছড়ান। হ্যাক করা আইডি থেকে তিনি লেখেন, ‘এইমাত্র জানা গেল আমাদের শনিরআখড়া ও সাইনবোর্ড এলাকায় করোনাভাইরাসে ২৭ জন মারা গেছে। আপনারা সবাই সতর্ক হন, নিজে জানুন অন্যকে জানাতে সাহায্য করুন,  তথ্যটি সবার কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের রক্ষা করুন।’

নইম শুধু গুজবই ছড়াননি অন্য একটি ভুয়া আইডি ব্যবহার করে তিনি সাইবার পুলিশের পেজে এই পোস্ট সম্পর্কে জানান যেন আইডির আসল মালিক গ্রেপ্তার হন। সেদিনই সাইবার মনিটরিং টিম পোস্টটি শনাক্ত করে। পরে প্রযুক্তিগত সহায়তায় পুলিশের সাইবার টিম নাইমুর রহমানকে গ্রেপ্তার করে। তার মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তিনি একজন পেশাদার হ্যাকার। টাকার বিনিময়ে এর আগেও তিনি ফেসবুক হ্যাকিং এর কাজ করেছেন। তার ডিভাইস থেকে আগের অপরাধের বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com