বুধবার, ২৩ Jul ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রথম করোনাভাইরাসে এক নারী চিকিৎসক আক্রান্ত হয়েছেন। স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন।
জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নারী চিকিৎসক অনামিকা রায় (৩৫) এর করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে গত রোববার শের-ই বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হলে সোমবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। বর্তমানে সে সুস্থ্য থাকায় পূর্ণরায় সংগ্রহ করে সোমবার সেটি পরীক্ষা করার জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হলে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন প্রতিবেদনটি হাতে পায়েছেন। সেখানেও রিপোটে ‘পজেটিভ’ (করোনায় আক্রান্ত) ধরা পড়েছে। ওই নারী চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনেকটা বিস্মিত। বিশেষ করে আক্রান্ত একজন নারী চিকিৎসক হওয়ায় উদ্বেগ বেড়েছে। ওই নারী চিকিৎসকের স্বামী আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজু বিশ্বাস। তিনি পরিবারের লোকজন নিয়ে গৌরনদী পৌর সদরের দক্ষিণ বিজয়পুর এলাকার সবুজ বাংলা নামের ইলেকট্রিক ব্যবসায়ী বেলাল হোসেনের বাসার ভাড়াটিয়া। মঙ্গলবার ভোরে পরিবারের সবাইকে নিয়ে তিনি বাসা ছেড়ে আত্মগোপন করেছেন। অন্য একটি সূত্রে জানাগেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন হাসপাতালের একটি কক্ষে গোপনে তাদের রেখেছেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নারী চিকিৎসক অনামিকা রায়ে’র নমুনা পরিক্ষার জন্য রোববার শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হলে প্রথম করোনা শনাক্ত হয়। কিন্তু ওই চিকিৎসক সুস্থ্য থাকায় তার নমুনা পূর্ণরায় সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হলে সেখানেও নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল(মঙ্গলবার) সন্ধ্যায় থেকে বিষয়টি নিশ্চিত হয়েছেন। প্রতিবেদনে দেখা গেছে, ওই নারী চিকিৎসক করোনা ‘পজেটিভ’। তিনি আরও জানান, আগৈলঝাড়ায় এই প্রথম কারও দেহে করোনা শনাক্ত হয়েছে। তাই ওই চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় আমি অনেকটা বিস্মিত। বিশেষ করে আক্রান্ত একজন নারী চিকিৎসক হওয়ায় উদ্বেগ বেড়েছে। তবে তাদের অচিরেই বরিশাল শেবাচিমে প্রেরন করা হবে।