সোমবার, ২১ Jul ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুমন-সোলাইমান-রনির নেতৃত্বে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি ঘোষণা গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের খাদ্যবহরেও হামলা স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: আদিলুর রহমান খান শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে’ খরিপের পর রবি সবজিতে স্বপ্ন দেখছেন লালমনিরহাটের চাষিরা মাদকের অভয়ারণ্য লালমনিরহাট তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিক্ষার্থীদের পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন জুলাই অভ্যুত্থানের ৮ শহীদের স্মরনে দিনাজপুরে ৮ লক্ষ বৃক্ষরোপণ
সুমন-সোলাইমান-রনির নেতৃত্বে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি ঘোষণা

সুমন-সোলাইমান-রনির নেতৃত্বে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

কদমতলী থানা সাংবাদিক ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১ বছরের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উদ্যমী সাংবাদিক ও সুসংগঠক সুমন চৌধুরী (নতুন সময়), সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেশাদার সাংবাদিক মোঃ সোলাইমান (মানবকণ্ঠ), আর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কর্মঠ ও পরিচিত মুখ রনি মজুমদার (ভোরের পাতা)।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় কদমতলী থানার রায়েরবাগে ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ক্লাবের সিনিয়র সদস্য ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এই কমিটির গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গত ২৭ জুন অনুষ্ঠিত বার্ষিক ফল উৎসবের। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকির মাঝি। সেদিনই উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে সুমন চৌধুরী ও মোঃ সোলেমানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার সফল বাস্তবায়ন আজ সম্পন্ন হলো।

নবনির্বাচিত ২৩ সদস্যের কমিটি:

সভাপতি: সুমন চৌধুরী (নতুন সময়)

সিনিয়র সহ-সভাপতি: হাসান কবির জনি (বিজনেস জার্নাল)

সহ-সভাপতি: রুবেল গাজী (CIN টিভি)

সাধারণ সম্পাদক: মোঃ সোলেমান (মানবকণ্ঠ)

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: আশরাফ উদ্দিন (আজকের টাইমস)

যুগ্ম-সাধারণ সম্পাদক: ইবনে ফরহাদ তুরাগ (বাংলাদেশের আলো)

সাংগঠনিক সম্পাদক: রনি মজুমদার (ভোরের পাতা)

সহ-সাংগঠনিক সম্পাদক: নুরুন্নবী শরীফ অর্নব (আলোর জগত)

সহ-সাংগঠনিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান মিলন (CNN বাংলা টিভি)

দপ্তর সম্পাদক: রাকিব হোসেন মিলন (আজকের টাইমস)

সাহিত্য, প্রকাশনা ও অর্থ সম্পাদক: বাবলু শেখ (স্বাধীন সংবাদ)

আইন সম্পাদক: অ্যাডভোকেট ওয়াহিদুন্নবী বিপ্লব (সকালের সময়)

তথ্য ও গবেষনা সম্পাদক: নাসির উদ্দীন মোল্লা ( ডেইলি প্রেজেন্ট টাইমস)

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: এম এ এইচ মাসুদ (বার্তা বিচিত্রা)

সমাজ কল্যাণ সম্পাদক: শাহজালাল ফারুক (সময়ের কাগজ)

সহ-দপ্তর ও আইসিটি সম্পাদক: নয়ন সমাদ্দর রুদ্র (দুর্নীতি সমাচার)

প্রচার সম্পাদক: লিটন গাজী (সাহারা টিভি)

পাঠাগার সম্পাদক: এস ইসলাম জয় (আমাদের সময় ডটকম)

ক্রীড়া সম্পাদক: দীপু ভুঁইয়া (আওয়ার বাংলাদেশ)

কার্যনির্বাহী সদস্য: জেসমিন জুঁই (ডেইলি ট্রাইবুনাল)

কার্যনির্বাহী সদস্য: মিজানুর রহমান সুমন (আমাদের কণ্ঠ)

কার্যনির্বাহী সদস্য: ফারদিন আহমেদ ইমন (নয়াদিগন্ত)

কার্যনির্বাহী সদস্য: মোঃ আক্তারুজ্জামান (দৈনিক নিরপেক্ষ)

 

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি সুমন চৌধুরী বলেন, “এই সংগঠন হবে ঢাকা-৪ ও ঢাকা -৫ অঞ্চলের সাংবাদিকদের শক্তিশালী কণ্ঠস্বর।” সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান জানান, “সবাইকে নিয়ে একটি সক্রিয় ও স্বচ্ছ নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।”

সাংগঠনিক সম্পাদক রনি মজুমদার বলেন, “আমরা মাঠে, মানুষের পাশে, সাংবাদিকের পাশে—এই মূলমন্ত্রে কাজ করব।”

কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিত কর্মসূচি, পেশাগত প্রশিক্ষণ আয়োজন, মানবিক সহায়তা এবং সাংবাদিক নির্যাতন মোকাবেলায় আইনি সহায়তা প্রদানের মতো কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় থাকবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com