বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী
‘মোসলেহউদ্দিন চার নেতা হত্যাযজ্ঞেও নেতৃত্ব দিয়েছিল’

‘মোসলেহউদ্দিন চার নেতা হত্যাযজ্ঞেও নেতৃত্ব দিয়েছিল’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রিসেলদার (বরখাস্ত) মোসলেহউদ্দিনকে ভারতের উত্তর চব্বিশ পরগনা থেকে আটক করা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় মিডিয়া খবর দিয়েছে। এই ব্যক্তি শুধু বঙ্গবন্ধু হত্যাই নয়, জাতীয় চার নেতা হত্যাকাণ্ডেও নেতৃত্ব দিয়েছিল বলে জানা যায়।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা- যুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী এম মনসুর আলী ও মন্ত্রী এএইচএম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

খুনিদের জবানিতে জানা যায়, নেতা হত্যার পর একদিন বঙ্গভবনে খুনি চক্রের বৈঠকে আলোচনায় আসে তারা যেভাবে রাষ্ট্রপতিকে হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তাদের হত্যা করেও অন্য কেউ ক্ষমতায় আসতে পারে। বৈঠকে বলা হয়, ওই পরিস্থিতিতে জেলে আটক চার নেতাকে ক্ষমতায় বসানোর সম্ভাবনাই বেশি।

সে সভায় খুনি চক্র সিদ্ধান্ত নেয়, তেমন পরিস্থিতির উদ্ভব ঘটলে তাৎক্ষণিকভাবে জেলে গিয়ে চার নেতাকে হত্যা করতে হবে। রিসালদার মোসলেহউদ্দিন আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জেলে গিয়ে এ কাজটি করবে। বিচারে ফাঁসিতে দণ্ডিত মোসলেহউদ্দিনের নেতৃত্বে একদল খুনি ১৫ আগস্ট শেখ ফজলুল হক মণিকে হত্যা করে। জানা যায়, ১৯৭৫-এর ৩ নভেম্বর ভোরে ওই মোসলেহউদ্দিনই চার নেতা হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিল। সূত্র : সংবাদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com