নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান আর নেই। আজ বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ইরফান খান মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
সম্প্রতি বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। এর পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী সুতপা ও দুই সন্তানকে রেখে ৫৩ বছর বয়সে চিরবিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের এ খ্যাতিমান অভিনেতা। গত শনিবার (২৫ এপ্রিল) জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সইদা বেগম মারা যান। ভারতে চলমান লকডাউনের কারণে মাকে শেষবারে মতো দেখতে পারেননি তিনি। এরই মধ্যে ইরফান খান নিজেও অসুস্থ হয়ে পড়েন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এর পর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এ অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি। বক্স অফিসে ইরফানের কামব্যাক সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’। যদিও করোনার জেরে এক সপ্তাহও হলে টেকেনি এই সিনেমা। আপাতত ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে সিনেমাটি।