বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে তোফাজ্জল হোসেন (৩৯) নামে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন।
আজ সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে খিলগাঁও থানা পুলিশ।
তোফাজ্জল হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ এপ্রিল ওই পুলিশ সদস্যের করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ আসে। করোনা না থাকলেও সে তার স্ত্রীকে জানায় যে সে করোনায় আক্রান্ত হতে পারে। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মশিউর রহমান জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হয়ে বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারী কিছু পড়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তিলপাপাড়ায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তোফাজ্জল। তার গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ায়।