বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: একুশের বই মেলায় অন্যতম আকর্ষণ কবিতার বই। কবিতাকে কে না ভালবাসে। সৃজনশীল চর্চার বড় একটি জায়গা দখল করে আছে কবিতা। যুগের সাথে তাল মিলিয়ে কবিতা তার আঙ্গিক বদল করায় এর আবেদন শেষ হবার নয়। তাইতো একুশের বইমেলায় পাঠকের চোখ খুঁজে বেড়ায় কবিতার বই।
কবি ও প্রকাশকরা মনে করেন, খ্যাতি আর বিত্তের লোভ এড়িয়ে কেবল মনের টানে কাব্যচর্চা করলে সাহিত্যকে সমৃদ্ধ করা সম্ভব।
পাঠকরা আগের চেয়ে অনেক বেশি কবিতা পড়ে যা আগামীর জন্য প্রশান্তির আভাস।
কবিতাই পারে মানুষকে স্বপ্নের মতো করে জীবনকে সাজিয়ে মনকে শান্তির হাওয়ায় দোলাতে।
পাঠকদের অভিমত, ভিন্নধারার সংস্কৃতির আগ্রাসন রুখে দাঁড়াতে কবিতার ভূমিকা অনস্বীকার্য।
কবিদের মতে, কাব্য চর্চা ও প্রতিভা বিকাশের জায়গাগুলো এখনও ততটা সহজ হয়ে ওঠেনি। সাহিত্যের অন্যতম এ ধারাকে গতিশীল রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা।
প্রকাশকরা জানান, কেবল বইমেলাকে কেন্দ্র করে কবিতা লেখার প্রবণতা রয়েছে অনেকের। তরুণ প্রজন্মকে কবিতার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সংশ্লিষ্টদের আশাবাদ, আকাশ সংস্কৃতির সঙ্গে লড়াই করে কবিতা টিকে থাকবে অনন্তকাল।
বইমেলার পরবর্তী দিনগুলোতে আরও বেশি নতুন কবিতার বই উপহার দেয়া সম্ভব হবে বলেও জানান প্রকাশকরা।