মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

করোনা যোদ্ধাদের স্যালুট জানালেন রুবেল

করোনা যোদ্ধাদের স্যালুট জানালেন রুবেল

ক্রীড়া ডেস্ক: নোভেল করোনাভাইরাসে প্রাদুর্ভাবে কঠিন সময় পার করছে বাংলাদেশও। প্রতিদিনই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে এই সংকটময় মুহূর্তে কিছু শ্রেণি পেশার মানুষ শুরু থেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। সেই যোদ্ধাদের স্যালুট জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার রুবেল হোসেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন রুবেল। সেই পোস্টে ডাক্তার, নার্স, পুলিশ, আর্মি এবং সাংবাদিকসহ সকল যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় রুবেল বলেন, ‘আজ আমাদের দেশ একটি ভয়াবহ মুহূর্ত পার করছে। এই সংকটময় মুহূর্তে যে সকল যোদ্ধারা তাদের পরিবার, সন্তান, স্ত্রীর কথা চিন্তা না করে সামনে থেকে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে স্যালুট জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ডক্টরস, নার্স, পুলিশ, আর্মি এবং সাংবাদিকসহ সকল যোদ্ধাদের। যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের এই ত্যাগ আমরা কোনো দিন ভুলবো না। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com