মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

নিলামে মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

নিলামে মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক: নানাভাবে সাহায্য করার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত স্মারক নিলামে তুলে সেই টাকা সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করছেন অনেকেই। নিজের প্রিয় ব্যাট নিলামে তুলে সেই দলে যোগ দিয়েছিলেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অর্থ সংগ্রহে শ্রীলংকার সাথে ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিলাম থেকে মুশফিকের ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির প্রতিষ্ঠিত ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।’ নিশ্চিত করেছেন নিলামকারী প্রতিষ্ঠান পিকাবু ডটকমের প্রধান নির্বাহী মরিন তালুকদার।

অন্যসব বিডারদের পেছনে ফেলে ২০ হাজার ডলার বিনিময়ে (প্রায় ১৭ লাখ টাকা) মুশফিকের ব্যাটটি কিনেছে শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। ফেসবুক লাইভেই তৎক্ষণাৎ আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন মুশফিক। একইসঙ্গে জানিয়েছেন, পুরো টাকাটা দিয়েই সাহায্য করা হবে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের।

এর খানিক পরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদি এক ভিডিওবার্তা প্রকাশ করেছেন মুশফিক। যেখানে উর্দুতেই কথা বলেছেন আফ্রিদি। তবে দেশের মানুষের সুবিধার্থে বাংলা অনুবাদ সঙ্গে জুড়ে দিয়েছেন মুশফিক।

আফ্রিদি জানিয়েছেন, মুশফিকের মহৎ উদ্যোগে পাশে থাকার জন্যই মূলত ব্যাটটি কিনেছেন তিনি। এছাড়াও বাংলাদেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা কখনও ভুলবেন না আফ্রিদি।

ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক! আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এ কাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরি, যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।

অতীতে বাংলাদেশে আমি যে পরিমাণে ভালবাসা ও সম্মান পেয়েছি তা সারাজীবন মনে রাখব। পাকিস্তানের জনগণ ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়।

আপনার জন্য আমার প্রার্থনা সবসময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সঙ্গে আবারও মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।’

এর আগে ২০ লাখ টাকায় বিশ্বকাপে সেঞ্চুরি করা ব্যাট নিলামে বিক্রি করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com