শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের মা-ভাইসহ পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তামিমের বড় ভাই ও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল প্রথমে করোনায় আক্রান্ত হন। পরে তার মা নুসরাত ইকবাল, স্ত্রী, সন্তান ও গৃহকর্মীরও করোনা পজিটিভ এসেছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে সবাই চট্টগ্রামে অবস্থান করছেন। তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ ছিল না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।
করোনাভাইরাস হানা দিলে নাফিস-তামিম দুই ভাই অসহায়দের দাঁড়াতে ঝাঁপিয়ে পড়েছিলেন নিজ নিজ অবস্থান থেকে। দুস্থ, সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সাহায্য পেয়েছেন তাদের কাছ থেকে।
এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিবারেও থাবা বসিয়েছে করোনা। শুরুর দিকে মাশরাফির মামা আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে শাশুড়ি ও স্ত্রীর বড় বোনের করোনা পজেটিভ আসে। এবার পেস তারকা নিজেই আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত হন।