সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইপিজেডে দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত ২০ মির্জাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা সাঈদ সোহরাব-এর কম্বল বিতরণ অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: ড. ইউনূস বাকলিয়ায় সানরাইজ গ্রামার স্কুলের ২৫তম শাখার শুভ উদ্বোধন মাস ব্যাপি পর্যটন মেলা উদ্বোধন হয়েছে কুয়াকাটায় যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পালাচ্ছেন মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি সিরাজগঞ্জে টাকাসহ তিন ছিনতাইকারী আটক সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক উত্তরায় শীতবস্ত্র বিতরণে ইঞ্জিনিয়ার আবদুল হাই ভূঁইয়ার মানবিক উদ্যোগ পোশাকে বাবার বিধিনিষেধ, কীভাবে শোবিজে এলেন প্রিয়াঙ্কা?
প্রিন্ট মিডিয়ার আয়ু আর মাত্র ১০ বছর!

প্রিন্ট মিডিয়ার আয়ু আর মাত্র ১০ বছর!

তথ্যপ্রযুক্তি-নির্ভর দুনিয়া থেকে প্রিন্ট মিডিয়া (ছাপানো সংবাদপত্র) ১০ বছরের মধ্যেই বিলীন হয়ে যাবে। বিশ্বব্যাপী অনলাইন সংবাদমাধ্যমের জয়জয়কারে কোণঠাসা হয়ে পড়েছে প্রিন্ট মিডিয়াগুলো। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন এসব কথা বলেছেন। সোমবার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে থম্পসন জানান, নিউইয়র্ক টাইমস-র প্রিন্ট ভারসন বের করার আর দরকার আছে কি-না, তা নিয়ে পর্যালোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ৫ বছর আগেই বাস্তবতা বুঝে অনলাইনে জোর দেয় নিউইয়র্ক টাইমস। ২০১৪ সালে সংবাদমাধ্যমটির তরফ থেকে জানানো হয়, তারা ছাপানো পত্রিকার কর্মী ছাঁটাই করে অনলাইনের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে। এরপর দফায় দফায় পত্রিকা অংশের কয়েকশ’ কর্মী ছাঁটাই করে অনলাইনের লোকবল বাড়ানো হয়।

নিউইয়র্ক টাইমস-র সিইও বলেন, ‘যে হারে ছাপানো পত্রিকার বিক্রি কমছে, তার চেয়ে কয়েকগুণ বেশি বাড়ছে অনলাইনের পাঠক। গত বছরের শেষ তিন মাসেই নিউইয়র্ক টাইমসের অনলাইন ভারসনের সাবস্ক্রাইবার বেড়েছে এক লাখ ৫৭ হাজার।

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে আমাদের ছাপানো পত্রিকার আয়ু দেখছি ১০ বছর। চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে ছাপানো পত্রিকা আর্কাইভে উঠে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে বলা যায়।’

থম্পসন বলেন,  ‘ছাপানো পত্রিকা আমাদের স্বার্থসিদ্ধি করতে পারছে না। সেজন্য আমরা ডিজিটাল ভারসন-এর দিকেই ঝুঁকতে বাধ্য হচ্ছি, যাতে ছাপানো পত্রিকা বিলীন হয়ে গেলেও আমাদের প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে।’
তথ্যসূত্র: সিএনবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com