মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নড়াগাতীর থানার রামপুরা গ্রামে পারিবারিক কলহে ছোট ভাইয়ে আঘাতে বড় ভাই, ভাতিজা গুরুতর আহত কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর সদর ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ ফারইষ্টের শহিদকে ঘিরে ক্ষোভের আগুন বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত প্রথমবারের মতো টাইফয়েড টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

প্রিন্ট মিডিয়ার আয়ু আর মাত্র ১০ বছর!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০৫

তথ্যপ্রযুক্তি-নির্ভর দুনিয়া থেকে প্রিন্ট মিডিয়া (ছাপানো সংবাদপত্র) ১০ বছরের মধ্যেই বিলীন হয়ে যাবে। বিশ্বব্যাপী অনলাইন সংবাদমাধ্যমের জয়জয়কারে কোণঠাসা হয়ে পড়েছে প্রিন্ট মিডিয়াগুলো। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন এসব কথা বলেছেন। সোমবার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে থম্পসন জানান, নিউইয়র্ক টাইমস-র প্রিন্ট ভারসন বের করার আর দরকার আছে কি-না, তা নিয়ে পর্যালোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ৫ বছর আগেই বাস্তবতা বুঝে অনলাইনে জোর দেয় নিউইয়র্ক টাইমস। ২০১৪ সালে সংবাদমাধ্যমটির তরফ থেকে জানানো হয়, তারা ছাপানো পত্রিকার কর্মী ছাঁটাই করে অনলাইনের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে। এরপর দফায় দফায় পত্রিকা অংশের কয়েকশ’ কর্মী ছাঁটাই করে অনলাইনের লোকবল বাড়ানো হয়।

নিউইয়র্ক টাইমস-র সিইও বলেন, ‘যে হারে ছাপানো পত্রিকার বিক্রি কমছে, তার চেয়ে কয়েকগুণ বেশি বাড়ছে অনলাইনের পাঠক। গত বছরের শেষ তিন মাসেই নিউইয়র্ক টাইমসের অনলাইন ভারসনের সাবস্ক্রাইবার বেড়েছে এক লাখ ৫৭ হাজার।

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে আমাদের ছাপানো পত্রিকার আয়ু দেখছি ১০ বছর। চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে ছাপানো পত্রিকা আর্কাইভে উঠে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে বলা যায়।’

থম্পসন বলেন,  ‘ছাপানো পত্রিকা আমাদের স্বার্থসিদ্ধি করতে পারছে না। সেজন্য আমরা ডিজিটাল ভারসন-এর দিকেই ঝুঁকতে বাধ্য হচ্ছি, যাতে ছাপানো পত্রিকা বিলীন হয়ে গেলেও আমাদের প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে।’
তথ্যসূত্র: সিএনবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com