শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
রোনালদোর নৈপুণ্যে হার এড়াল জুভেন্টাস

রোনালদোর নৈপুণ্যে হার এড়াল জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক: হারের শঙ্কাই পেয়ে বসেছিল জুভেন্টাসকে। কিন্তু নিজেদের মাঠে দ্যুতি ছড়িয়ে সেই ভয় দূর করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে জোড়া গোল করে পিছিয়ে পড়া জুভ শিবিরকে বাঁচালেন হারের লজ্জা থেকে। সুবাদে আটালান্টার বিপক্ষে তার দল মাঠ ছাড়ল ২-২ গোলের স্বস্তির ড্র নিয়ে।

রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাস শুধু হারই এড়ায়নি। সঙ্গে রক্ষা করেছে একটি পয়েন্টও। সুবাদে ইতালিয়ান লিগ সেরি এ’তে পরিষ্কার আট পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

অতিথিরা ম্যাচের অনেকটা সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছিলেন। তার ফলও পায় তারা। জুভেন্টাসকে দুই দুইবার পিছনে ফেলে দুভান জাপাতা ও রুসলাম মালিনোভস্কির গোলে।

কিন্তু দল দুই দুইবার পিছিয়ে পড়লেও দুবারই সমতা এনে দেন রোনালদো। সিআর সেভেন দুটি গোলই করেন পেনাল্টি থেকে। যার একটি ছিল শেষ মিনিটের গোল। এনিয়ে ২৮ লিগ ম্যাচে ২৮ গোলের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আগের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও ঘরের মাঠেই ১-২ গোলে হার মেনেছে সাসুলোর কাছে। ফলে লিড বেড়েছে জুভদের।

৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে জুভদের ফলো করছে লাৎসিও।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com