শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড, বেতন ফেরতের নির্দেশ ভূয়া জুলাই যোদ্ধা গেজেটভূক্ত হওয়ায় নেত্রকোনায় সংবাদ সম্মেলন লালমনিরহাটে নার্সারী বাগান করে তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী সৌদিতে মুদি দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো ‘চাঁদাবাজদের সামলান, না-হলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে’ : বশিরুল্লাহ আবারো গোপালগঞ্জে যাব, গ্রামে-উপজেলায় কর্মসূচি করব: নাহিদ ইসলাম রাজশাহী নগরীতে মুজিবের মুছে দেওয়া ম্যুরালের সামনে নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ফের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারের ঘরে সারাদেশের মেধাবৃত্তি পরীক্ষায় শীর্ষে মাধবপুরের তোহা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল অর্জন
তিস্তায় পানি কমলেও, কমেনি তিস্তাপাড়ের মানুষের কষ্ট

তিস্তায় পানি কমলেও, কমেনি তিস্তাপাড়ের মানুষের কষ্ট

ইব্রাহিম সুজন, স্টাফ রিপোর্টার, তিস্তা থেকে ফিরে:

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার নদীর
পানি কমলেও, তিস্তা বেষ্ঠিত এলাকাগুলিতে বিন্দু মাত্রও কমেনি কষ্ট। টানা
পানিবন্দীতে রয়েছেন ডিমলা উপজেলার ৬টি ইউনিয়নের হাজার হাজার পরিবার।
খাবারসহ বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে।
গত ৩০ বছরের রেকর্ড ভঙ্গ করে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি
প্রবাহিত হয়ে তিস্তা বেষ্ঠিত নিম্নাঞ্চলগুলি প্লাবিত। তিস্তা নদীর বন্যা
পরিস্থিতির উন্নতি হলেও নদীবেষ্টিত গ্রাম,চরগ্রাম ও দ্বীপচরগুলোর
নিম্নাঞ্চল থেকে এখনও পানি পুরোপুরি নেমে যায়নি। ফলে বানভাসী ও বসতঘর
হারা পরিবারগুলো চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সূত্র জানায়, সরকারি হিসাব মতে ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়নের গত দুইদিনের
বন্যায় ছয় হাজার ২৭০টি পরিবার বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাশাপাশি নদীগর্ভে বিলিন হয়েছে ১৪৭টি পরিবারের বসতভিটা।
উপজেলার ছাতনাই গ্রামের বানভাসি আব্দুল খালেক (৫২) জানান, “উজানের পানি
বাড়লে তিস্তার পানি বেড়ে যায়। নিমিষেই তলিয়ে যায় এলাকার শত শত গ্রাম।
রক্ষা করা যায় না বাস্তুভিটা, ঘর-বাড়ি, গরু-ছাগল, হাঁস-মুরগি, ফসল,
বীজতলা ও শত শত একর আয়তনের পুকুরের মাছ”।
তিনি আরো জানান, “তিস্তার ভয়াবহ বন্যার শিকার পরিবারগুলো চুলা জ্বালিয়ে
রান্না করতে পারছেনা বলে জানান জনপ্রতিনিধিরা। তারা শুকনো খাবার খেয়ে দিন
কাটাচ্ছে। গবাদিপশু খাদ্য এবং বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে। বিশেষ
করে ফসলি জমিগুলো তলিয়ে থাকায় আমনধানের চারাগুলো নস্ট হচ্ছে”।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল হক জানান, “চরখড়িবাড়ি,
পূর্বখড়িবাড়ী তার এলাকায় ২৪ পরিবারের বসতঘর তিস্তায় বিলিন হয়েছে”।
সরে জমিনে চরখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, বাইশপুকুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের
পানিবন্দী এলাকায় গেলে, বানভাসীরা জানান, “রান্না করে খেতে পারছেনা।
তাদের মাঝে পর্যাপ্ত পরিমান শুকনা খাবার বিতরন জরুরী হয়ে পড়েছে”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় জানান, “বন্যায় ক্ষতিগ্রস্ত
পরিবারগুলোর জন্য নতুন করে সরকারী ভাবে ১১০ মেট্রিকটন চাল, নগদ ১ লাখ
টাকা ও এক হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। দ্রুততার সঙ্গে
ওই পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া যে ১৪৭ টি
পরিবারের বসতঘর নদী গর্ভে বিলিন হয়েছে তাদের নগদ দুই হাজার করে টাকা
প্রদান করা হবে”।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com