বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারের ঘরে সারাদেশের মেধাবৃত্তি পরীক্ষায় শীর্ষে মাধবপুরের তোহা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল অর্জন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতায় নিহত ৪ শেরপুরের শ্রীবরর্দীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ  মিটফোর্ডে সোহাগ হত‌্যাকাণ্ড, সেই পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার এনসিপির গাড়িবহরে ফের আ.লীগ-ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা হৃদরোগীদের ডেঙ্গু : আতঙ্ক নয় প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ দুঃস্থ পরিবারের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ
সারাদেশের মেধাবৃত্তি পরীক্ষায় শীর্ষে মাধবপুরের তোহা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল অর্জন

সারাদেশের মেধাবৃত্তি পরীক্ষায় শীর্ষে মাধবপুরের তোহা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল অর্জন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান উপলক্ষে ১৬ জুলাই (বুধবার) হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাইওয়ে-ইন হোটেল মিলনায়তনে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। আরও উপস্থিত ছিলেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মির্জা স্কলার্স একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সাইফুল ইসলাম মির্জা, ফুলকলি পৌর কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল বিধান রায়, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় মাধবপুর উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রাখে। তৃতীয় শ্রেণির ছাত্রী আয়েশা সিদ্দিকা তোহা সারাদেশের মেধা তালিকায় প্রথম হয়ে বিদ্যালয় ও এলাকা দুটিকেই গর্বিত করেছে।

প্রথম শ্রেণি থেকে মোট ছয়জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মোছাঃ সিদরাতুল মুনতাহা, আনিশা মনি রাফা এবং মন্দিরা চক্রবর্তী। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে অত্রি আহান বিশ্বাস, সায়েম ইসলাম মাহদি এবং মোছাঃ ফারিয়া মির্জা।

মাধবপুর উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে প্রথম শ্রেণির ছয়জনসহ মোট ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণিতে বৃত্তি অর্জন করেছে। সনদ ও ক্রেস্ট হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, আর চোখে ভবিষ্যতের স্বপ্ন।

অনুষ্ঠানে উপস্থিত এক অভিভাবক বলেন, “শিশুদের এই অর্জন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তারা যেন এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেই প্রত্যাশা করি।”

মির্জা স্কলার্স একাডেমির প্রিন্সিপাল সাইফুল ইসলাম মির্জা বলেন, “এই সাফল্য শিশুদের মেধা বিকাশে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধও বৃদ্ধি করবে।”

ফুলকলি পৌর কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল বিধান রায় বলেন, “শিশুদের এই অর্জন বিদ্যালয়ের পাশাপাশি পুরো সমাজের জন্য গর্বের। সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।”

প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, “আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্বে আসবে। তাদের নৈতিক ও মানসিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আয়োজকরা জানিয়েছেন, এই বৃত্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মেধা যাচাই ও নতুন উদ্দীপনা সৃষ্টিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com