মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা

অতিথিদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক- নিজেদের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবারের মতো নাপোলিকে আমন্ত্রণ জানিয়েছিল বার্সেলোনা। কিন্তু অতিথিদের বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলো থেকেই বিদায় করে দিল কাতালান জায়ান্টরা।

বার্সার কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত হওয়ার রাতে মাঠে দুর্দান্ত সময় কাটিয়েছেন মেসি। তাকে ঠেকানো নিয়ে চিন্তায় ছিলেন নাপোলি কোচ গাত্তুসো। কেন তার চাক্ষুষ প্রমাণ যেন এই ম্যাচ।

রোববার (৯ আগস্ট) ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলির বিপক্ষে বার্সা অবশ্য শুরুতেই ধাক্কা খেতে পারত। খেলার তৃতীয় মিনিটেই জেরার্ড পিকের ভুলে বল পেয়ে গিয়েছিল মার্টেনের কাছে। সফরকারী দলের ফরোয়ার্ড শট নেন, এমনকি বলের বাঁক বুঝতে ভুল করেন টের-স্টেগানও। বার্সার জার্মান গোলরক্ষক ভুল করলেও বল বাইরের পোস্টে লেগে বেরিয়ে যায়।

নাপোলিকে প্রথম ধাক্কা দেন ল্যাঙ্গলেট। খেলার ১০ম মিনিটে ইভান রাকিতিচের কর্নার কিক থেকে প্রতিপক্ষের বক্সের ভেতরে অরক্ষিত থাকা বার্সা ডিফেন্ডার এর দারুণ ফায়দা লুটে নেন। নাপোলির ওসপিনা ডাইভ দিয়েও ঠেকাতে ব্যর্থ হন। চাপে পড়ে যাওয়া নাপোলিকে আরও বিপদে ফেলে লক্ষ্যভেদ করেন মেসি। মূলত সেখান থেকেই মেসি জাদুর শুরু।

২৩তম মিনিটে সুয়ারেসের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সে পেয়ে যান মেসি। কিন্তু ততক্ষণে তাকে ঘিরে ধরেছে প্রতিপক্ষের চার ডিফেন্ডার। কিন্তু চারজনকেই পরাস্ত করে শট নেন বার্সা অধিনায়ক। প্রথমবার বাধা পেয়ে বল ফের তার পায়ে চলে আসে। এবার আর ভুল করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাঁকানো শটে বলের ঠিকানা হয় জালে। এই নিয়ে ৩৫টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোল করার কৃতিত্ব গড়লেন মেসি। তার চেয়ে দুটি কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

৩৩তম মিনিটে মেসির একটি গোল হ্যান্ডবলের দায়ে বাতিল করেন রেফারি। ঠিক এক মিনিট পরেই বার্সাকে ব্যবধান বাড়ানো গোল এনে দেন সুয়ারেস। নিজেদের বক্সে মেসিকে ফাউল করে বসেন নাপোলির কুলিবালি। এরপর মিনিট তিনের সময় ধরে পেনাল্টির আবেদন পরীক্ষা করে দেখেন রেফারি। ভিডিও রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত জানানো হয়। আর পেনাল্টি থেকে প্রতিপক্ষের গোলরক্ষক ওসপিনাকে বোকা বানিয়ে গোল করেন সুয়ারেস।

প্রথমার্ধের যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে নাপোলির ব্যবধান কমানো গোলটি আসে পেনাল্টি থেকে। নিজেদের ডি-বক্সে নাপোলির মার্টেনকে ফেলে দেন বার্সা মিডফিল্ডার রাকিতিচ। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন নাপোলির স্ট্রাইকার ইনসিগনে।

ব্যবধান কমানোর স্বস্তি পেতেই দ্বিতীয়ার্ধে রীতিমত আগ্রাসী রূপ ধারণ করে নাপোলি। গাত্তুসোর শিষ্যরা বার্সার রক্ষণকে রীতিমত চেপে ধরে। বেশ কয়েকবার গোল করার বেশ চলে গিয়েছিল ইতালিয়ান জায়ান্টরা। কিন্তু খাদের কিনারা আর খুঁজে পায়নি। বিশেষ করে টের-স্টেগান রীতিমত দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইনসিগনেদের সামনে। ফলে দুই লেগে মিলিয়ে ৪-২ গোলে হেরে বিদায় নিল নাপোলি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com