শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ ফুটবল দল বার্সেলোনা জানিয়েছে, তাদের স্কোয়াডে একজনের কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। যে নয়জন খেলোয়াড়কে খেলার মৌসুম শুরুর আগে প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছিল, তাদেরই একজন সংক্রমণের শিকার হয়েছে। তবে দলটির পক্ষ থেকে খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি।
বার্সেলোনা বলছে, এই খেলোয়াড় দলের অন্য কোনো সিনিয়র খেলোয়াড়ের সংস্পর্শে আসেনি। বার্সেলোনার ফুটবল দল আগামীকাল লিসবন যাওয়ার কথা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইন্যালে অংশ নেয়ার জন্য।
এর আগে আরেকটি ক্লাব ভ্যালেন্সিয়া তাদের দলে দুজনের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছিল। অ্যাটলেটিকো মাদ্রিদেও দুজনের করোনাভাইরাস ধরা পড়ে।
সূত্র: বিবিসি বাংলা।