রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি রানার পিতা টি এম মহশীনের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সচেতনতা বাড়াতে ৮০০ ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ইমান আকিদা ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে: মাওলানা শাহজাহান তথ্য উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা প্রসঙ্গে মুখ খুললেন সেই ছাত্র গাভী নিয়ে গেছে বিএনপি নেতা, বাছুর কোলে নিয়ে আদালতে নারী
বলিউড মাফিয়াদের চাপে পড়ে সম্পর্ক ভাঙে সুশান্ত-সারা’র

বলিউড মাফিয়াদের চাপে পড়ে সম্পর্ক ভাঙে সুশান্ত-সারা’র

ডেস্ক রিপোট: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ক্রমশ রহস্যে পরিণত হয়েছে। বলিউডের মাফিয়াদের নাম জড়িয়েছে তাঁর মৃত্যুর সঙ্গে। সালমান খানকে বলা হয়েছে বলিউড মাফিয়া। একচেটিয়া রাজ্য চালাতে তিনি যা ইচ্ছে তাই করেন। সুশান্তের মৃত্যুর পিছনেও তাঁর হাত থাকতে পারে। তবে সব পরিস্কার হবে তদন্তের পর।

নেপোটিজম নিয়েও কথা হয়েছে। কাঠগড়ায় তোলা হয়েছে করণ জোহর, সঞ্জয়লীলা বনশালি, একতা কাপুরসহ আরও অনেক বলিউডের প্রযোজকদের। সামনে এসেছে মহেশ ভাটের নামও।

সুশান্তের সেই সময়কার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নানা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মনে করা হচ্ছে রিয়ার হাতও থাকতে পারে এই মৃত্যুর পিছনে। সুশান্তের সঙ্গে অঙ্কিতা লোখান্ডে, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী ছাড়াও বলিউডের নবাব কন্যা সারার নামও কিন্তু উঠে আসছে আলোচনায়।

সম্প্রতি কঙ্গনা রানাওয়াত কটাক্ষ করেছেন সারা আলি খানকে। বলেছেন, ‘প্রেমে উসকে সুশান্তকে ছেড়ে দিয়েছেন সারা।” যদিও এতদিন জানা গিয়েছিল সুশান্ত ও সারা শুধু মাত্র ভাল বন্ধু। কোনও প্রেম ছিল না তাঁদের মধ্যে। সারার বরং বরাবরের পছন্দ কার্তিক আরিয়ানকে। সে কথা স্পষ্ট জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, কার্তিকের সঙ্গে ডেট করতে চান। তবে সুশান্তের সঙ্গে তাঁর নাম জড়ানোয় সকলেই বেশ চমকেছেন।
যদিও কঙ্গনার কথায় ধোঁয়া দিলেন সুশান্তের বন্ধু স্যামুয়েল হাওকিপ। সে তাঁর ইনস্টগ্রাম প্রোফাইলে সারা ও সুশান্তের প্রেমের কথা জানিয়েছে। ‘কেদার নাথ’ ছবির শ্যুটিং থেকেই সারা ও সুশান্তের প্রেম ছিল। ওরা একে অপরকে খুব শ্রদ্ধা করত। এবং ভীষণ ভালোবাসত। এক সঙ্গে ঘুরতেও যেত। তবে সারা কখনও প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কথা বলেননি।

স্যামুয়েল তাঁর পোস্টে লিখেছেন, “২০১৯-এ ‘শোনচিড়িয়া’ মুক্তি পাওয়ার পর হঠাৎই ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। ‘শোনচিড়িয়া’ বক্স অফিসে খারাপ করে। তারপরেই ব্রেক-আপ। আমার মনে হয় বলিউড মাফিয়াদের চাপে পড়েই এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন সারা।”

এই পোস্ট শেয়ার হতেই ফের ভক্তদের মধ্যে কথা হাতে থাকে। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা। আর সুশান্ত বলিউডের তথাকথিত কোনও স্টার কিড নন। তাই এই সম্পর্ক মেনে না নিতেই পারে নসাইফ পরিবার। চাপ আসতেই পারে। অনেকেই আবার বলেছেন, সুশান্তের সঙ্গে সম্পর্ক থাকলে বলিউডে কাজ না পাওয়ার ভয় থেকেও ছেড়ে দিতে পারেন সারা। তবে স্যামুয়েলের কথা অনুযায়ী, মাফিয়াদের চাপেই সম্পর্কে ইতি টানেন সারা। নিউজএইটিন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com