মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা

বলিউড মাফিয়াদের চাপে পড়ে সম্পর্ক ভাঙে সুশান্ত-সারা’র

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোট: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ক্রমশ রহস্যে পরিণত হয়েছে। বলিউডের মাফিয়াদের নাম জড়িয়েছে তাঁর মৃত্যুর সঙ্গে। সালমান খানকে বলা হয়েছে বলিউড মাফিয়া। একচেটিয়া রাজ্য চালাতে তিনি যা ইচ্ছে তাই করেন। সুশান্তের মৃত্যুর পিছনেও তাঁর হাত থাকতে পারে। তবে সব পরিস্কার হবে তদন্তের পর।

নেপোটিজম নিয়েও কথা হয়েছে। কাঠগড়ায় তোলা হয়েছে করণ জোহর, সঞ্জয়লীলা বনশালি, একতা কাপুরসহ আরও অনেক বলিউডের প্রযোজকদের। সামনে এসেছে মহেশ ভাটের নামও।

সুশান্তের সেই সময়কার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নানা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মনে করা হচ্ছে রিয়ার হাতও থাকতে পারে এই মৃত্যুর পিছনে। সুশান্তের সঙ্গে অঙ্কিতা লোখান্ডে, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী ছাড়াও বলিউডের নবাব কন্যা সারার নামও কিন্তু উঠে আসছে আলোচনায়।

সম্প্রতি কঙ্গনা রানাওয়াত কটাক্ষ করেছেন সারা আলি খানকে। বলেছেন, ‘প্রেমে উসকে সুশান্তকে ছেড়ে দিয়েছেন সারা।” যদিও এতদিন জানা গিয়েছিল সুশান্ত ও সারা শুধু মাত্র ভাল বন্ধু। কোনও প্রেম ছিল না তাঁদের মধ্যে। সারার বরং বরাবরের পছন্দ কার্তিক আরিয়ানকে। সে কথা স্পষ্ট জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, কার্তিকের সঙ্গে ডেট করতে চান। তবে সুশান্তের সঙ্গে তাঁর নাম জড়ানোয় সকলেই বেশ চমকেছেন।
যদিও কঙ্গনার কথায় ধোঁয়া দিলেন সুশান্তের বন্ধু স্যামুয়েল হাওকিপ। সে তাঁর ইনস্টগ্রাম প্রোফাইলে সারা ও সুশান্তের প্রেমের কথা জানিয়েছে। ‘কেদার নাথ’ ছবির শ্যুটিং থেকেই সারা ও সুশান্তের প্রেম ছিল। ওরা একে অপরকে খুব শ্রদ্ধা করত। এবং ভীষণ ভালোবাসত। এক সঙ্গে ঘুরতেও যেত। তবে সারা কখনও প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কথা বলেননি।

স্যামুয়েল তাঁর পোস্টে লিখেছেন, “২০১৯-এ ‘শোনচিড়িয়া’ মুক্তি পাওয়ার পর হঠাৎই ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। ‘শোনচিড়িয়া’ বক্স অফিসে খারাপ করে। তারপরেই ব্রেক-আপ। আমার মনে হয় বলিউড মাফিয়াদের চাপে পড়েই এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন সারা।”

এই পোস্ট শেয়ার হতেই ফের ভক্তদের মধ্যে কথা হাতে থাকে। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা। আর সুশান্ত বলিউডের তথাকথিত কোনও স্টার কিড নন। তাই এই সম্পর্ক মেনে না নিতেই পারে নসাইফ পরিবার। চাপ আসতেই পারে। অনেকেই আবার বলেছেন, সুশান্তের সঙ্গে সম্পর্ক থাকলে বলিউডে কাজ না পাওয়ার ভয় থেকেও ছেড়ে দিতে পারেন সারা। তবে স্যামুয়েলের কথা অনুযায়ী, মাফিয়াদের চাপেই সম্পর্কে ইতি টানেন সারা। নিউজএইটিন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com