রবিবার, ১২ মে ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল, সাধারণ সম্পাদক ইয়াছিন

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল, সাধারণ সম্পাদক ইয়াছিন

আদালত প্রতিবেদক: আইন আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক রিপোর্টারদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এটিএন নিউজের বার্তা সম্পাদক মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহাম্মাদ ইয়াছিন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহসভাপতি পদে দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক পদে জিটিভির সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সারাবাংলা ডটনেটের আব্দুল জব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমস এর আমিনুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের খাদেমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এনটিভি অনলাইনের মো.জাকের হোসেন, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে বাংলা টিব্রিউনের বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ইলিয়াছ সরকার, নিউজ  ২৪ এর মো. হাবিবুল ইসলাম হাবিব, দৈনিক আমাদের নতুন সময়ের মাহমুদুল আলম নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আশরাফ-উল আলম। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি মিজান মালিক ও আমার কাগজের বার্তা সম্পাদক তোফায়েল হোসেন। নির্বাচনী কাজে কমিশনকে সহযোগিতা করেন বিদায়ী ২০১৯-২০ কমিটির সভাপতি ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন।

চলতি বছরের মার্চ মাসে তফসিল ঘোষণার পর নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। এরপর করোনাভাইরাসের কারণে নির্বাচনি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। এ অবস্থায় আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com