বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টারের অনুমতি নিয়ে, হাসপাতালের সাইনবোর্ড ঝুলিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগে এবং রাজেন্দ্রপুর ডায়াগনস্টিক সেন্টারে ধর্ষণের বিচারসহ অবৈধ কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর ভাওয়াল রাজবাড়ী মাঠের পাশে বিক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন করেন। হাসমত মিয়ার সভাপতিত্বে ওই মানববন্ধনে ডায়গনস্টিক সেন্টারের মালিক নুরুল ইসলামের অনিয়ম তুলে ধরে বক্তব্য প্রধান করেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নেওয়া শহিদ হোসেন বলেন, গত তিন মাসে ওই ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে দুইজন রোগী ধর্ষণের শিকার হয়েছে। তাদের একজন শ্রীপুর থানায় ও অপরজন নারী/শিশু আদালতে ধর্ষণের মামলা দায়ের করেছেন। এছাড়া নুরুল ইসলামের নামে তার স্ত্রী গাজীপুর ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুকের মামলা করেছেন। আধা ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে অংশ নেয় শতাধিক ব্যক্তি। এসময় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তার বক্তবে বলেন, “বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশিপ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার” নাম দিয়ে দীর্ঘদিন প্রতারনার আশ্রয়ে নুরুল ইসলাম চক্র ব্যবসা চালিয়ে আসছিলেন। সম্প্রতি মিডিয়ায় একাধিক খবর প্রকাশ হওয়ার পর সাইনবোর্ডে কালি দিয়ে ‘হসপিটাল’ লেখাটি মুছে ফেলতে বাধ্য হন। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ধর্ষণের দায়ে নুরুল ইসলামের বিচারের মাধ্যমে ফাঁসি দাবি করেন। অপরদিকে চিকিৎসা সেবার নামে সাইনবোর্ড লাগিয়ে প্রতারণা করার কারণে মানববন্ধনে সংশ্লিষ্ট কতৃপক্ষ/ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসীসহ মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিবর্গ।