শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা

সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা

নিজস্ব প্রতিবেদক: সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার। প্রাথমিক পর্যায়ে শুধু এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস শুরুর পরিকল্পনা করা হচ্ছে। তবে কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খুলে দেওয়া হবে, তা এখনো অনিশ্চিত।

আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। যদিও এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ব্যাবহারিক ক্লাস-পরীক্ষা শুরুর অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ও আগামী ১৫ নভেম্বরের পর থেকে সীমিত পরিসরে তাদের পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে। মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও শেষ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

গতকাল এক ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী ১৪ নভেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেওয়া যায় কি না, তা নিয়ে সরকার ভাবছে। ১৫ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে নাকি এই ছুটিটি আরো বাড়বে, নাকি কোনো কোনো ক্লাসের জন্য আমরা সীমিত আকারে শুরু করতে পারব, এসব বিষয় নিয়ে কাজ করছি।’

মন্ত্রী বলেন, ‘সংকটের মধ্যেও আমরা পড়াশোনা চালিয়ে নিতে পেরেছি, চালিয়ে যাচ্ছি, অবশ্যই এটি আমাদের কোনো আদর্শ পরিস্থিতি নয়। সামনেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে, সেগুলো নিয়েও আমরা বিভিন্নভাবে ভাবছি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com