বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

আগৈলঝাড়ায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ২৮৬

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলে শুক্রবার প্রত্যুষে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করে উপজেলা প্রশাসন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিযাবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শণ, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থণা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে সরকারী বিভিন্ন অফিসসহ বিভিন্ন স্থাপনায়ও। কলেজের মঞ্চে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার ও সাবেক ডেপুটি কমান্ডার অবু তাহের মিয়া।

অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সম্পাদক জাকির পাইকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পরে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেন। সুবর্ণ জয়ন্তী উৎসবে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ অধ্য সরদার আকবর আলী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রনিধিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com