শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

সংগ্রহ অভিযানে ধান মওজুদ করলে কাউকে ছাড় দেয়া হবে না: খাদ্যমন্ত্রী

সংগ্রহ অভিযানে ধান মওজুদ করলে কাউকে ছাড় দেয়া হবে না: খাদ্যমন্ত্রী

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ধান মওজুদ করতে হলে অবশ্যই লাইসেন্স লাগবে। একজন কৃষক সর্বোচ্চ ৩৫ মণ ধান মওজুদ  করতে পারবেন। এছাড়া ধান মওজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি করলে কাউকে ছাড় দেয়া হবে না’।
শুক্রবার (৪ জুন ) দুপুরে ময়মনসিংহ সিএসডি গুদামের নবনির্মিত ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনা পেয়ে প্রচুর খাদ্য উৎপাদন করেছেন চাষিরা । এখন অনেকেই সে খাদ্য মওজুদ করছেন। বিনা লাইসেন্সে খাদ্য মওজুদ করে কেউ সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করবেন না। আগামী এক বছরের মধ্যে দেশের সকল উপজেলা খাদ্যগুদাম, ডিসি ফুড অফিস ও আরসি ফুড অফিস ডিজিটাইলেশন করার জন্য ২৯৪ কোটি প্রজেক্ট পাস হয়ে টেন্ডার হয়েছে’।
খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাদ্য সচিব নাজমা খানম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com