রবিবার, ২৭ Jul ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: রাজধানীতে অস্ত্র ও পুলিশি সরঞ্জামসহ ভুয়া ডিবি পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।১৩ জুলাই রাতে বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি চা-পাতি, দুটি লোহার বাটযুক্ত ছোড়া, ডিবির জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, একটি ওয়্যারলেস সেট, একজোড়া হ্যান্ডকাফ ও এক লাখ টাকা জব্দ করা হয়।
বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। 4তিনি জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃনগর ডাকাত দলের সদস্য। ঈদ সামনে রেখে পশুর হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের ডাকাতি করার পরিকল্পনা করছিল তারা। এ ছাড়া তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডিবি পুলিশের ছদ্মবেশে রাতে ঢাকা ও আশপাশের জেলায় সড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে ডাকাতি করত তারা।