বুধবার, ২৭ মার্চ ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে সিঙ্গাইরে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে সিঙ্গাইরে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ভিশন বাংলা ডেস্ক:  বৃক্ষ আমাদের চতু্র্দিকে শোভা ও সুন্দর্য বাড়ায়, ফুল দেয়, ফল দেয়, সুগন্ধি দেয়, প্রখর রোদে সুশীতল ছায়া দেয়, ঝড়-তুফানে সুরক্ষা দেয়, ভূমিক্ষয় রোধ করে, ক্লান্তিও বিষণ্ণতায় প্রশান্তি দেয়, অভাব-অনটনে, দুঃসময়ে অর্থের জোগান দেয়, রোগ-ব্যাধিতে ওষুধ ও পথ্য দেয়। আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখে। এক কথায় বৃক্ষ আমাদের পরম বন্ধু।

সারা দেশের ন্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে তিনশত(৩০০)বৃক্ষ বিতরণ সহ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শাহাদাৎ হোসেন, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্টের সিঙ্গাইর উপজেলা শাখা সভাপতি মো.আলমগীর হোসেন, সহ-সভাপতি মতিউর রহমান, সালেহা জাহান, মো.লিটন হোসেন, সাধারণ সম্পাদক জাফর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হোসেন,রুবেল হোসেন প্রমূখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com