শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ধলেশ্বরী আজ শনিবার দুপুরে ভারতের উদ্দেশে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। ধলেশ্বরী ভারতের আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিতব্য ১০ম আন্তর্জাতিক নৌ মহড়া ‘মিলান-২০১৮’ এ অংশগ্রহণ করবে।
আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা যায়। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, নৌ পর্যবেক্ষক এবং নৌ সমর বিশারদগণ অংশগ্রহণ করবেন। মহড়া শেষে আগামী ১৬ মার্চ জাহাজটি দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।
কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। স্থানীয় উচ্চপদস্থ নৌ-কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ এ সময় উপস্থিত ছিলেন।